প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৩৬:০৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন এ জনসমাগমে পুরো ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষসহ ঢাকা মহানগরী ও সারা দেশের বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
এ ছাড়া অভ্যর্থনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করা সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
একই সঙ্গে অভ্যর্থনা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারে নিয়োজিত সব গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।