প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৮:১৩
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এর আগে গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে তারেক রহমানের দেশে ফেরার প্রথম তিন দিনের কর্মসূচির কথা সাংবাদিকদের জানিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
এদিকে তারেক রহমানের কর্মসূচি ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে ও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে।
শুক্রবার সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শুক্রবার অনেক মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবে। তবে সবার জন্য উন্মুক্ত থাকবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
এ ছাড়া বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।
অন্যদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।