প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৫, ২:২০:৩৬
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে প্যারিসের বিপক্ষে ব্যর্থতা, এরপর লালিগায় সেভিয়ার মাঠে চার গোল হজম আর সর্বশেষ এল-ক্লাসিকোতে ২-১ গোলের পরাজয়। সবমিলিয়ে গেল পাঁচ ম্যাচে বার্সার জয় দুটি আর পরাজয় তিনটি।
ক্লাসিকোর আগে জিরোনার বিপক্ষে ম্যাচের শেষ মিনিটে আরায়োর গোলে ২-১ এ কষ্টার্জিত জয় তুলে নিয়েছিল ফ্লিকের শিষ্যরা। কিন্তু ওই ম্যাচে রেফারির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে বার্সেলোনা কোচ ফ্লিক লাল কার্ড পেয়েছিলেন। ফলাফলস্বরূপ এল-ক্লাসিকোতে বার্নাব্যুর ডাগ-আউটে ছিলেন না তিনি। তবে লিগের আজকের ম্যাচে এলচের বিপক্ষে ডাগ-আউটে দেখা যাবে বার্সা বস হানসি ফ্লিককে।
গেল সিজনে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা এবার কিছুটা ছন্নছাড়াভাবে শুরু করেছে। একই সঙ্গে খেলোয়াড়দের ইঞ্জুরিও বড় বাধা হিসেবে যুক্ত হয়েছে বার্সেলোনা শিবিরে। তবে আশার বিষয়, এলচের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন রবার্ট লেভানডস্কি, দানি অলমো। যদিও তারা বেঞ্চ থেকে শুরু করবে বলেই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে সিজনের সবকটি ম্যাচ শুরু করা পেদ্রিকে পাচ্ছে না বার্সেলোনা। এল-ক্লাসিকোর শেষ মুহূর্তে লাল কার্ড, তারপর নতুন করে চোটের কারণে অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি।
এলচের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে শেষ ১৩ ম্যাচের ১২টিই জিতেছে বার্সেলোনা, এলচের ঝুড়িতে অর্জন কেবল একটি ড্র। লিগ টেবিলের দশ ম্যাচ শেষে বার্সেলোনা আছে তৃতীয় অবস্থানে (২২ পয়েন্ট), অন্যদিকে প্রতিপক্ষ এলচে সমান সংখ্যক ম্যাচ খেলে লিগ টেবিলের ৮ নম্বরে (১৪ পয়েন্ট) অবস্থান করছে। ১১ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে ভিয়ারিয়াল।
পেদ্রির অবস্থানে কাসাদোকে দিয়েই শুরু করাতে পারেন ফ্লিক। ওই হিসেবে বার্সেলোনার সম্ভাব্য একাদশ যেমন হতে পারে—
ফরমেশন: ৪-২-৩-১
গোলকিপার: সেজনি
ডিফেন্ডার: বালদে, কুবারসি, আরায়ো, কৌন্দে
মিড: ডি ইয়ং, কাসাদো
ফরোয়ার্ড: রাশফোর্ড, ফারমিন, ইয়ামাল
স্ট্রাইকার: ফেরান
স্কোর প্রেডিকশন: ৩-১
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। এলচের বিপক্ষে জয় পেলে লিগ টেবিলের দ্বিতীয়তে অবস্থান করবে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের চেয়ে পার্থক্য থাকবে ৫ পয়েন্ট।