চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে হারানোর পর হঠাৎ করেই ছন্দ হারিয়েছিল চেলসি। সেই জয়ের পর টানা চার ম্যাচে জয়ের দেখা পায়নি লন্ডনের ক্লাবটি। তবে অবশেষে জয়ের পথে ফিরল ব্লুজরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় চেলসি। ম্যাচের ২১ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে মালো গুস্তোর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। এই জয়ে তিন ম্যাচ পর পূর্ণ তিন পয়েন্ট পেল এঞ্জো মারেস্কার দল।
একই সময়ে অ্যানফিল্ডে ব্রাইটনের মুখোমুখি হয়ে জয়ের স্বাদ পায় লিভারপুল। সংকটের মধ্য দিয়ে যাওয়া অল রেডরা ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। জোড়া গোল করে ম্যাচের নায়ক ফরাসি ফরোয়ার্ড হুগো একিটিকে।
এই ফলাফলের পর লিগ টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে লিভারপুল। ১৬ ম্যাচে আট জয়, দুই ড্র ও ছয় হারে তাদের পয়েন্ট ২৬। অন্যদিকে সমান ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে চেলসি অবস্থান করছে চতুর্থ স্থানে।
চেলসির প্রথম গোলটি আসে চমৎকার দলগত সমন্বয় থেকে। গুস্তোর দারুণ পাস কাজে লাগিয়ে লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন কোল পালমার। পিছিয়ে পড়ে কিছুটা আক্রমণাত্মক হয় এভারটন। তবে বিরতির আগেই পাল্টা আক্রমণ থেকে আবার আঘাত হানে চেলসি। পেদ্রো নেতোর পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান গুস্তো।
অ্যানফিল্ডে লিভারপুল ম্যাচ শুরু করে মোহাম্মদ সালাহকে বেঞ্চে রেখে। তবে ২৬ মিনিটে জোসেফ গোমেজ চোট পেলে মাঠে নামতে হয় সালাহকে। নামার পরই গ্যালারিতে উচ্ছ্বাস দেখা যায়। পরে দলের দ্বিতীয় গোলে কর্নার থেকে অ্যাসিস্টও করেন তিনি।
ম্যাচ শুরুর ৪৬ সেকেন্ডেই লিড নেয় লিভারপুল। গোমেজের হেড থেকে বল পেয়ে গোল করেন একিতিকে, যা চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের দ্রুততম গোল। বিরতির পর আবারও একিতিকে গোল করে লিড নিশ্চিত করেন। শেষ পর্যন্ত রক্ষণে দৃঢ়তা দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। লিগে তাদের পরবর্তী ম্যাচ টটেনহ্যামের বিপক্ষে, আগামী ২০ ডিসেম্বর।