ডব্লিউডব্লিউইয়ের পে-পর-ভিউ ইভেন্টে নিজের শেষ ম্যাচ খেললেন রেসলিং কিংবদন্তি জন সিনা। গুন্থারের সঙ্গে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজয় বরণ করলেও, সিনার বিদায় উদযাপিত হয় ভক্ত ও সহকর্মীদের উষ্ণ সমর্থনে। দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে শ্রদ্ধা জানান এই তারকার প্রতি।
জন সিনা ডব্লিউডব্লিউই ইতিহাসের অন্যতম সফল রেসলার। সর্বোচ্চবার হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তার নামেই রয়েছে। চলতি বছরে কোডি রোডসকে হারিয়ে ১৭তম হেভিওয়েট শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েন তিনি। এর আগে ইন্টারকন্টিনেন্টাল, ইউএস ও ওয়ার্ল্ড হেভিওয়েটসহ প্রায় সব বড় শিরোপা তিনি জিতেছেন। পাশাপাশি দুইবার রয়্যাল রাম্বল জেতার কৃতিত্বও তার ঝুলিতে আছে।
বিদায়ী ম্যাচে সিনাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক অনেক জনপ্রিয় রেসলার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ভিডিও বার্তাও বিশেষ আবেগ ছড়িয়ে দেয়।
রেসলিংয়ের বাইরেও সিনার প্রতি শ্রদ্ধা প্রকাশ হয়েছে। তার বিদায়ের বিশেষ স্মারক হিসেবে গুগল একটি ডুডল তৈরি করেছে—‘জন সিনা’ লিখে সার্চ করলে দেখা যায় একটি অ্যানিমেশন, যেখানে ক্লিক করলে পুরো পেজ মিলিয়ে যায়। এটি প্রতীকীভাবে রিং থেকে সিনার বিদায়কে তুলে ধরেছে।