অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিন কোন ক্যাটাগরিতে আছেন? তা নিয়ে আইপিএল নিলামের আগে ক্রিকেট বিশ্বে হইচই পড়েছে। ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে ‘ব্যাটার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়, যা মুহূর্তেই সৃষ্টি করে বিস্ময় এবং জল্পনা। বিশেষজ্ঞদের এক প্রশ্ন—নিলামের বড় মূল্য সুবিধা পাওয়ার জন্য এটি কি কোনো কৌশল? আবার কিছু প্রতিবেদনে গ্রিনের বোলিং ফিটনেস নিয়েও প্রশ্ন ওঠে।
এবারের নিলামে গ্রিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এবারের নিলামে তিনিই হতে পারেন সবচেয়ে দামি খেলোয়াড়। গ্রিন বলেন, ‘আমার ম্যানেজার হয়তো এটা শুনতে চাইবেন না, কিন্তু এটা পুরোপুরি তার দিক থেকেই গণ্ডগোল হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে ‘ব্যাটার’ লেখেননি, সম্ভবত ভুল করে অন্য ঘরে টিক দিয়েছেন। যেভাবে বিষয়টা সামনে এসেছে, তা বেশ মজার হলেও আসলে এটা নিছকই একটি ভুল। আমি বোলিং করার জন্য পুরোপুরি তৈরি আছি।’
এবারের নিলামে গ্রিনের ভিত্তিমূল্য ২ কোটি টাকা। এবং ধারণা করা হচ্ছে তিনি হতে পারেন সবচেয়ে দামি খেলোয়াড়। নিলাম দেখার বিষয়ে গ্রিন বলেন, ‘নিলাম সবসময়ই মজার, এক রকম লটারির মতো—কোথায় যাবো, কারা দলে থাকবে, আগে বোঝা যায় না।’