কলকাতার ঘটনার পর কড়া নিরাপত্তার মধ্যেই মুম্বাইয়ে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সল্টলেক স্টেডিয়ামে শনিবারের বিশৃঙ্খলার জেরে তার চলাচল ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে ভারতীয় প্রশাসন।
‘গ্রেটেস্ট অফ অল টাইম (GOAT) ট্যুর’-এর অংশ হিসেবে তিন দিনের সফরে গত শুক্রবার রাতে কলকাতায় পা রাখেন মেসি। এই সফরে ভারতের চারটি শহর ঘুরে দেখার কথা রয়েছে তার। তবে কলকাতার অভিজ্ঞতার পর মুম্বাই পর্বে কোনো ঝুঁকি নিতে চায়নি আয়োজকরা।
মেসির আগমনের আগেই ওয়াংখেডে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়েছে ব্যারিকেড, ওয়াচটাওয়ার এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। যেকোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার আগেই তা সামাল দিতে প্রস্তুত প্রশাসন।
মুম্বাইয়ে আজ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে প্যাডেল কাপে অংশ নেবেন মেসি। সেখানে তার সঙ্গে থাকবেন ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। পরে তারা অংশ নেবেন একটি চ্যারিটি ফ্যাশন শোতে এবং একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচেও মাঠে নামার কথা রয়েছে।
এছাড়া ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও এমএস ধোনির সঙ্গে মেসির সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।