সূচনা হয়েছিল সিনিয়র দল থেকেই। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার বার্তা দিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। এবার সেই পথেই হাঁটল ভারতের পরবর্তী প্রজন্ম।
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ (রোববার) মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে টসের সময়ই আলোচনার জন্ম দেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রেরা। পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে তিনি হাত মেলাননি, বজায় রাখেন ‘নো হ্যান্ডশেক’ নীতি।
এর আগে সিনিয়র এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারালেও কোনো ম্যাচেই করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। এমনকি শিরোপা জয়ের পর পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির হাত থেকেও ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ট্রফি বুঝে পাওয়ার ঘটনাও আটকে যায়।
এই ধারা পরে দেখা যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও। সেখানে হরমনপ্রিত কউরের নেতৃত্বাধীন দল একই অবস্থান নেয়। যদিও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়েছিল আইসিসি, পুরো পরিস্থিতির ওপর নজরও ছিল সংস্থাটির। তবু শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলানোর দৃশ্য দেখা যায়নি।