প্রকাশিত :
১৭ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬:১৫
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর ১৩তম আসর ঘিরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। আগামী ২৪ ডিসেম্বর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান প্রেক্ষাপটে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করাকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। যদিও আয়োজন ঘিরে টেকনিক্যাল ও লজিস্টিক প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবুও সার্বিক নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সতর্ক অবস্থান নিয়েছে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, উদ্বোধনী আয়োজনের বিষয়ে তারা সরকারের উচ্চপর্যায়ের অনুমতির অপেক্ষায় ছিল। তবে সবুজ সংকেত না পাওয়ায় এবং অনুষ্ঠান আয়োজনের যৌক্তিকতা নিয়ে সংশয় থাকায় শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠান আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু স্টেডিয়ামের বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে—এমন আশঙ্কায় সেসব তারিখও বাতিল করা হয়। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার পথেই হাঁটল বিসিবি।