প্রকাশিত :
২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫:২০
ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তবে সবচেয়ে বড় চমক হয়েছে ওপেনার শুবমান গিলের অনুপস্থিতি। সর্বশেষ এশিয়া কাপে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা গিলের বাদ পড়া ক্রিকেট মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে থাকা গিল সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। ওপেনিংয়ে অভিশেখ শর্মা, সাঞ্জু স্যামসন, জয়সওয়ালের মতো একাধিক যোগ্য বিকল্প থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপের পরিকল্পনায় গিলকে ছাড়াই দল সাজিয়েছে ভারত।
গিলকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত কেবল গিলের অফ-ফর্মের কারণে নয়, বরং দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটার রাখা জরুরি ছিল, তাই দলের কাঠামোতে পরিবর্তন আনতে হয়েছে। তবে গিলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।’
অন্যদিকে, প্রধান নির্বাচক অজিত আগারকার গিলের রান না পাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন। তিনি জানিয়েছেন, ‘ফর্মে না থাকার কারণে গিলকে বাদ দিতে হয়েছে। এর ফলে নতুন একজন সহ-অধিনায়ক বেছে নিতে হয়েছে।’
গিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মূল দলে ছিলেন না; সেবার তিনি স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন। তবে ঘরের মাঠে এই বিশ্বকাপে স্ট্যান্ডবাইদের তালিকা এখনও বিসিসিআই প্রকাশ করেনি।