প্রকাশিত :
২২ ডিসেম্বর ২০২৫, ৪:০০:১৭
বয়স ৩৮ ছুঁয়েছে, আর তাই নিজের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছেই। সেই বাস্তবতা অস্বীকার করলেন না রোহিত শর্মা নিজেও। তবে স্পষ্ট করে জানালেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই—ওয়ানডে ক্রিকেটে তিনি আরও কিছু বছর খেলতে চান।
২০২৫ সালকে নিজের ক্যারিয়ারের অন্যতম সফল সময় হিসেবে দেখছেন রোহিত। বছরজুড়ে ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৬৫০ রান, যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি। এই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও সেরাদের কাতারে তুলে এনেছে।
বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফর ছিল রোহিতের জন্য টার্নিং পয়েন্ট। সেই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন তিনি। একই সঙ্গে প্রথমবারের মতো উঠে যান আইসিসি ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে।
এর আগে অবশ্য তার ক্যারিয়ার ঘিরে অনিশ্চয়তা ছিল প্রবল। চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরও ওয়ানডে অধিনায়কত্ব হারান তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরই হয়তো রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখে দেবে।
রোহিতের সতীর্থ বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। ইতোমধ্যে অস্ট্রেলিয়া সফরের আগে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন রোহিত শর্মা, যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে।
রোহিত আবারও প্রমাণ করেছেন, জবাব দেওয়ার সেরা উপায় ব্যাট। প্রশ্ন যতই উঠুক, আপাতত ওয়ানডে ক্রিকেটে তার গল্প শেষ হচ্ছে না।