প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২:৫১
আগামী ফেব্রুয়ারিতে ৪১ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স বাড়লেও আল নাসরের এই পর্তুগিজ তারকার পারফরম্যান্সে তার ছাপ নেই। মাঠে যেমন, ফিটনেসেও তেমনি—এখনো তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন শীর্ষ পর্যায়ে।
অনেকের ধারণা, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এত কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন রোনালদো। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলছেন ভিন্ন কথা। তার মতে, তিনটি বড় গুণের কারণেই রোনালদো এখনো জাতীয় দলের অপরিহার্য অংশ—প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা-কে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘রোনালদোর সবচেয়ে বড় শক্তি তার মানসিকতা ও অ্যাটিচিউড। নিজেকে সেরা রাখার চাপটা সে নিজেই নেয়। সেরা হওয়ার সেই ক্ষুধাই তাকে আলাদা করে তোলে। স্ট্রাইকার হিসেবে ৩০ ম্যাচে ২৫ গোলই প্রমাণ করে, মাঠে সে এখনো কতটা কার্যকর।’
পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫। ১০০০ গোলে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ জানান, ‘এটি রোনালদোর কোনো লক্ষ্য নয়। তিনি ভবিষ্যৎ সংখ্যা নয়, বর্তমানেই বাঁচেন। প্রতিটি দিনে নিজের সেরাটা দেওয়াই তার মূল লক্ষ্য। কত গোল হবে, তা নির্ভর করবে কবে তিনি অবসর নেবেন তার ওপর।’
২০২৬ সালের ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া এবং ইন্টার-কনফেডারেশন কাপ প্লে-অফ থেকে উঠে আসা একটি দল। ১৭ জুন প্লে-অফ বিজয়ীর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোনালদোরা।