প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২৫, ২:১৫:৪০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) গণসংবর্ধনার মঞ্চের দিকে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুপাশে জড়ো হয়েছেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে যাত্রাপথেই ভেরিফায়েড ফেসবুকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দেন তিনি। তারেক রহমান লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা’। সঙ্গে যুক্ত করে দিয়েছেন লাল সবুজ রঙের বাসের ভেতর থেকে হাত নাড়ানো বেশ কয়েকটি ছবি।
এদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন। ওই বাসে করেই তিনি ৩০০ ফিট এলাকায় আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। বাসে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি।
বাংলাদেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’
উড়োজাহাজ থেকে দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে গত রাতেই সংবর্ধনাস্থল ও এর আশপাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী জড়ো হন ওই এলাকায়। আজ সকালে পুরো ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।