চ্যাম্পিয়নস লিগে আজ ভাগ্য নির্ধারণের রাত
আজ রাতে আবারও ইউরোপের আকাশে বাজবে চ্যাম্পিয়নস লিগের সুর। এক রাতেই নয়টি ভিন্ন ম্যাচ, নয়টি আলাদা গল্প—কোথাও ইতিহাসের হাতছানি, কোথাও আত্মসম্মান বাঁচানোর লড়াই, আবার কোথাও নিখুঁত কৌশলের দাবা খেলা। সূচি যত বৈচিত্র্যময়, উত্তেজনাও ততটাই জমে খির।