আজ রাতে আবারও ইউরোপের আকাশে বাজবে চ্যাম্পিয়নস লিগের সুর। এক রাতেই নয়টি ভিন্ন ম্যাচ, নয়টি আলাদা গল্প—কোথাও ইতিহাসের হাতছানি, কোথাও আত্মসম্মান বাঁচানোর লড়াই, আবার কোথাও নিখুঁত কৌশলের দাবা খেলা। সূচি যত বৈচিত্র্যময়, উত্তেজনাও ততটাই জমে খির।
সবচেয়ে আলোচিত মঞ্চ সান্টিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক এই স্টেডিয়াম কখনোই কাউকে ছাড় দেয় না। লা লিগায় ধারাবাহিক ফলাফল না আসায় সমর্থকদের চাপ প্রবল, আর সেই চাপে চ্যাম্পিয়নস লিগের রাতে বড় পরীক্ষার মুখে পড়ছেন নতুন কোচ আলভারো আরবেলোয়া। প্রতিপক্ষ মোনাকো লিগ ওয়ানে টানা চার হারে ধুঁকলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের চেহারা একেবারেই আলাদা, শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। ফলে বার্নাব্যুতে যে সহজ রাত অপেক্ষা করছে না, তা বলাই বাহুল্য।
অন্যদিকে নজর থাকবে ইন্টার মিলান-আর্সেনাল হাইভোল্টেজ ম্যাচেও। চ্যাম্পিয়নস লিগে টানা দুই হার ইন্টারকে ঠেলে দিয়েছে দেয়ালে। অন্যদিকে আর্সেনাল রক্ষণে এতটাই সংগঠিত যে ম্যাচটি রূপ নিতে পারে ধৈর্য আর পরিকল্পনার লড়াইয়ে। এখানে এক মুহূর্তের ভুলই দুই দলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
ইউরোপের উত্তরের শহর বোডোও অপেক্ষায় এক ভিন্ন আবহের রাতের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লজ্জাজনক পারফরম্যান্সের পর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি চাইবে সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে। প্রতিকূল পরিবেশে এই ম্যাচ হতে পারে সিটির মানসিক দৃঢ়তার বড় পরীক্ষা।
লিসবনে স্পোর্টিংয়ের বিপক্ষে নামছে পিএসজি। লিগ ও ইউরোপ মিলিয়ে ছয় ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ফর্মে থাকা প্যারিসিয়ানদের সঙ্গে ব্যবধান মাত্র তিন পয়েন্ট। তবে ঘরের মাঠে স্পোর্টিং বরাবরই ভয়ংকর। তাই ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে ছুরি-কাটা লড়াইয়ে।
লন্ডনে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের গতি আর দ্রুত ট্রানজিশন স্পার্স রক্ষণের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। সামান্য জায়গা পেলেই ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার সামর্থ্য আছে জার্মান দলটির।
গ্রিসে অলিম্পিয়াকোস আতিথ্য দেবে বায়ার লেভারকুজেনকে। ইউরোপে এখন পর্যন্ত অ্যাওয়েতে অপরাজিত থাকা পাঁচ দলের একটি লেভারকুজেন। সেই রেকর্ড ভাঙা অলিম্পিয়াকোসের জন্য পাহাড়সম চ্যালেঞ্জ। কোপেনহেগেন-নাপোলির লড়াইটিও সমান আকর্ষণীয়। টানা দুই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর কোপেনহেগেনের বিপরীতে কন্তের নাপোলি ইউসিএলে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ হেরে চাপে আছে।
গ্রুপের তলানিতে থাকা কায়রাত আলমাটির সামনে ক্লাব ব্রুজ, যারা এখনো অ্যাওয়েতে জয়ের মুখ দেখেনি। আর ভিয়ারিয়াল–আয়াক্স—দুই দলই টেবিলের নিচের দিকে থাকলেও গর্ব রক্ষার লড়াইয়ে উত্তেজনার কমতি থাকবে না।