নৈতিকতা বনাম প্রভাবশালী দাতাদের রাজনীতি
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এটি শুধু রাজনৈতিক ফল নয়, বরং নৈতিকতার মধ্যদিয়েই পুরোনো ব্যবস্থাকে পেছনে ফেলে দেওয়া। আগে রাজনীতিতে প্রবেশের জন্য প্রভাব বিস্তার আর অর্থবিত্তকে গুণ হিসেবে দেখা হতো। আজ সেখানে বিলিয়নিয়ারদের সহায়তা, ইসলামোফোবিয়া এবং নিজ দলের নেতৃত্বের বিরোধিতা, সবকিছুকে ছাপিয়েই জয়ী হলেন মামদানি। এই বিজয় জানিয়ে দিল, ক্ষমতার পুরোনো অঙ্ক আর কাজ করছে না।