নাটক ও বিতর্কের ফাইনালে সেনেগালের শিরোপা জয়
রাবাতে ফাইনালের রাতটি সেনেগালের জন্য ইতিহাসের হলেও, আফ্রিকান ফুটবলের জন্য রেখে গেছে তিক্ত এক স্মৃতি। মরক্কোর বিপক্ষে আফ্রিকান নেশনস কাপের ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত নির্ধারিত হয় একটি গোলেই, কিন্তু ম্যাচজুড়ে যে বিশৃঙ্খলা, বিতর্ক ও অস্বস্তিকর পরিস্থিতির জন্ম হয়েছে, তা জয়-পরাজয়ের গল্পকে অনেকটাই আড়াল করে দিয়েছে।