বাণিজ্যযুদ্ধ তীব্র হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে নতুন শুল্ক আরোপের হুমকি ভারতের বিরুদ্ধে
প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১১:০৫:৩৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৫ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর আবারও ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর হতে পারে। ট্রাম্পের এই হুঁশিয়ারি এসেছে ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে, যা তিনি যুক্তরাষ্ট্রের জন্য নাকচের মতো উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেন, ভারত বর্তমানে রাশিয়ার তেল কিনছে এবং এটা ঠিক নয়। যদিও ভারত বিনা শুল্কে মার্কিন পণ্য আমদানি করতে প্রস্তাব দিয়েছে, তবে সেটি যথেষ্ট নয়। এর পাশাপাশি ট্রাম্প ভারতকে সতর্ক করেছেন যে, রাশিয়ার তেল ক্রয় অব্যাহত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ৩১ জুলাই থেকে ট্রাম্প রাশিয়ার তেল ক্রয়ের জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি শুরু করেন এবং বিভিন্ন ধরনের শুল্ক ও জরিমানা বৃদ্ধির হুমকি দেন। ভারতীয় কর্মকর্তারা অবশ্য যুক্তি দিয়েছেন, তারা রাশিয়া থেকে তেল কিনলে বিশ্বের বাজারে দাম স্থিতিশীল থাকে। তারা ২০২২ সালের মতো মূল্যবৃদ্ধির পুনরাবৃত্তি দেখতে চান না।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত রাশিয়া থেকে তাদের তেলের এক তৃতীয়াংশ আমদানি করে। ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলো ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে, কিন্তু ভারত দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে এই চাপ মোকাবিলা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইইউ মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তবে এর পক্ষে তারা কোন তথ্য প্রকাশ করেনি।
এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এবং মার্কিন দূতাবাস ও ইইউ প্রতিনিধি কারো কাছ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।