ইমরান খানের জীবন-মৃত্যু নিয়ে চলছিল নানান গুজব আর গুঞ্জন। তবে এরইমধ্যে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার বোন উজমা খানুম। তিনি জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উজমা খানুম বলেন, ‘ইমরান খান সম্পূর্ণ সুস্থ। তবে তাকে মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে। সারাদিন তাকে কারাগারের কক্ষে রাখা হয়, বাইরে যাওয়ার জন্য খুব অল্প সময় দেওয়া হলেও কারো সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।
কারা কর্তৃপক্ষ মঙ্গলবার উজমা খানুমকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। এরইমধ্যে বিকেলের দিকে দুজনের সাক্ষাৎ হয়েছে। সেসময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বহু সমর্থক জেলের বাইরে জড়ো হন।
এর আগে ইমরানের সঙ্গে তার পরিবারকে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করেন পিটিআই নেতাকর্মী-সমর্থকরা। তাদের দাবি, কয়েক সপ্তাহ ধরে পরিবার ও দলের নেতাদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেওয়া হয়নি।
এদিকে, পিটিআই-এর বিক্ষোভকে কেন্দ্র করে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়।