একদিকে অবৈধ অভিবাসীদের ঘাড় ধাক্কা দিয়ে আমেরিকার মাটি থেকে তাড়িয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে অভিবাসন আনতে যেন রীতিমতো ‘ডাকাতি’ শুরু করেছেন তিনি। এখানেই থেমে নেই, অভিবাসনের নামে প্রত্যেক ব্যক্তির পকেট থেকে কোনো শর্ত ছাড়াই কেটে নেবেন ১৮ লাখ ২২ হাজার টাকা বা ১৫ হাজার মার্কিন ডলার। কিন্তু তাকে কী যুক্তরাষ্ট্রে অভিবাসন নিশ্চয়তা মিলবে? হয়তো হ্যাঁ, হয়তো-বা না, তার উত্তরটাও দেওয়া হয়েছে স্পষ্ট করেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বহুল আলোচিত ট্রাম্প গোল্ড কার্ড সুবিধা চালু করেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে এটি এমনকি একটি সুবিধা যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের দ্রুত ও নিশ্চিত সুযোগ পাওয়া যাবে। আর এটি পেতে হলে খরচ করতে হবে কমপক্ষে ১০ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। যার মধ্যে আবেদন ফি হিসেবে শুরুতেই অফেরতযোগ্য ১৫ হাজার ডলার আবেদন ফি পরিশোধ করতে হবে।
তারপর মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস গভীর যাচাই-বাছাইয়ের পর আবেদন অনুমোদন করার সুপারিশ করবে। গোল্ড কার্ড অনুমোদনের পর পরিশোধ করতে হবে ১০ লাখ মার্কিন ডলার।
এখানেই শেষ নয়, ব্যক্তিভেদে এই ফি আরও বাড়তে পারে বলেও জানায় মার্কিন প্রশাসন। আর কোনো প্রতিষ্ঠান যদি দক্ষ কর্মী আনতে চায় তবে তার জন্য প্রতি গোল্ড কার্ডে খরচ করতে হবে ২০ লাখ মার্কিন ডলার। ট্রাম্প জানান, এটি মূলত একটি বিশেষ ভিসা। যা অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পথ সহজ করবে, তবে যদি মার্কিন নিরাপত্তার জন্য কোনো ব্যক্তিকে হুমকি মনে করা হয় তখন এই ভিসা বাতিল করাও হতে পারে।
গোল্ড কার্ডের ওয়েবসাইটে বলা হয়েছে, এ কার্ডের একটি ‘প্লাটিনাম’ সংস্করণ রয়েছে যেটির আওতায় বিশেষ কর ছাড় দেওয়া হবে, খুব শীঘ্রই পাঁচ মিলিয়ন ডলারে সেটি পাওয়া যাবে। গোল্ড কার্ড স্কিম উল্লেখযোগ্য সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসের প্রতিশ্রুতি দেয়। এটি একটি প্রমাণ যে গোল্ড কার্ড ভিসাধারী ব্যক্তি যুক্তরাষ্ট্রের যথেষ্ট কাজে আসবেন।
এর আগে, ট্রাম্প যখন গোল্ড কার্ডের প্রস্তাব করেছেন তখন বলেছিলেন, সরকার এক কোটি ‘গোল্ড কার্ড’ বিক্রি করে দেশটির বাজেট ঘাটতি কমাতে পারে। গোল্ড কার্ডটি বিশেষভাবে ‘উঁচু মাপের’ পেশাদারদের লক্ষ্য করে তৈরি। যারা ৫০ লাখ ডলার দিতে পারবে, তারাই নিজেদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারবে। ট্রাম্প মনে করেন, গোল্ড কার্ড ভিসা ব্যাপকভাবে বিক্রি হবে এবং এটি মার্কিন নাগরিকত্বের জন্য দর কষাকষির একটা ভালো উপায়।