উত্তরের জেলা নওগাঁয় গেল কয়েকদিন ধরে ঠান্ডা হিমেল হাওয়ার সঙ্গে সকালের কুয়াশা যুক্ত হয়েছে। শিশিরে ভেজা ঘাস বার্তা দিচ্ছে জেলায় শীতের আমেজের।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া ও পর্যবেক্ষণ অফিস। যা গতদিনের তুলনায় ৪ ডিগ্রি পারদ নিচে নেমেছে।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ (বুধবার) সকাল থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে রোদের দেখা গেলে শীতের তীব্রতা কমে আসবে। এই তাপমাত্রা কয়েকদিনের মধ্যে আরও কমার সম্ভাবনা রয়েছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানান তিনি।
এদিকে খেটে খাওয়া মানুষেরা জানিয়েছেন, শীতের মৌসুম আসার আগে তাদের শীতবস্ত্র পড়ে কাজে বের হতে হচ্ছে । এ বছর জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তারা মনে করছেন এর ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।
দিনমজুর মিলন জানিয়েছেন, খুব সকালে ঠান্ডার মধ্যে কাজে যেতে তাদের কষ্ট হয়। ঠান্ডার মধ্যে অসুখ-বিসুখ বেশি। দিন মজুর হওয়ায় সংসার পরিচালনার জন্য নিরুপায় হয়ে তাদের খুব সকালে ঠান্ডা শীতের মধ্যেই কাজে যেতে হচ্ছে।
রিক্সাচালক বিমান জানিয়েছেন, তিনি ভোর থেকে যাত্রী নিয়ে চলাচল করে থাকেন। ঢাকার যাত্রীরা তার সঙ্গে গল্প করে বলেন নওগাঁয় যে ঠান্ডা তা ঢাকায় নেই। কুয়াশা খুব বেশী না হলেও শন শনে বাতাসের কারণে শীতের তীব্রতা বেশী বলে তারা মনে করছেন।
নওগাঁয় প্রতি বছরই মৌসুম শুরুর আগে থেকেই শীত পড়া শুরু করে। এ বছরও তার ব্যত্যয় হয়নি। তবে প্রতিবারের তুলনায় এবার শীত বেশী পড়ার আশংকা করছেন সাধারণ মানুষেরা।