প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৫, ২:৫০:৩৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জামালপুরে অবস্থান ও বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের দেওয়ানপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সকালে দেওয়ানপাড়াস্থ টেনিস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে পুরনো কায়দায় আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্টদের যেকোনো নাশকতা রোধে সজাগ রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সালেক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুয়েল, জেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন শরীফসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জোরদার করা হয়েছে নিয়মিত টহল কার্যক্রম। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর বা নাশকতার ঘটনা ঘটেনি।