প্রকাশিত :
২০ ডিসেম্বর ২০২৫, ৩:৫৮:৫৭
ঢালিউডের অমর নায়ক সালমান শাহের দুই প্রিয় সহশিল্পী মৌসুমী ও শাবনূর। সালমানের অভিনয়ের প্রসঙ্গ উচ্চারিত হলে এই দুই তারকারও নামও সামনে চলে আসে। তারাও দারুণ জনপ্রিয় সিনেপ্রেমীদের কাছে। এই চিত্রনায়িকা এখন আমেরিকায় অবস্থান করছেন। দীর্ঘদিন পর মৌসুমীর দেখা পেয়েছেন শাবনূর। তাই দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ফেসবুকে পোস্ট দিয়ে এই উচ্ছ্বাস প্রকাশ করে শাবনূও লিখেছেন, ‘অনেক দিন পর মৌসুমী আপুর সঙ্গে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে’।
১৭ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। এ উপলক্ষে ৭ ডিসেম্বর শাবনূর অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় যান। আমেরিকায় ঢালিউডের চিত্রনায়ক অমিত হাসানের বাসায় শাবনূরের এবারের জন্মদিন পালিত হয়। সেই অনুষ্ঠানেই মৌসুমী হাজির হয়োিছলেন।
প্রসঙ্গত, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে সালমান শাহের সঙ্গে সিনেমায় অভিষেক হয় মৌসুমীর। তবে সালমান সবচেয়ে বেশী অভিনয় করেছেন শাবনূরের সঙ্গে। সালমানের সঙ্গে শাবনূরের প্রথম সিনেমা হলো ‘তুমি আমার’।
মৌসুমীর বর্তমান স্থায়ী নিবাস আমেরিকা আর শাবনূর থাকেন অস্ট্রেলিয়ায়। মৌসুমী আমেরিকা থেকেই নাটকের অভিনয় করে যাচ্ছেন। তবে শাবনূর গত বছর ২টি সিনেমায় নাম লিখিয়ে গেছেন দেশ থেকে।