প্রকাশিত :
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫:২১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান বিন হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, শনাক্তদের মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন এবং মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালান। তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে।’
হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত, এমন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। কেউ দেশত্যাগ করেছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্যও আমরা পাইনি।’
নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সোমবার সিঙ্গাপুর নেওয়া হবে বলে এরইমধ্যে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।