প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪:০৮
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার আগুনে পোড়া ভবন দুটি ক্রাইমসিনের আওতায় নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলো ভবন ও এর সামনের রাস্তা ক্রাইমসিনের আওতায় নেয় সিআইডির ক্রাইম সিন ইউনিট।
এ সময় উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আলামত পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদিও ঘটনাস্থলে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ হলেই সিআইডি অনুসন্ধান কাজ শুরু করবে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং তেজতুরি পাড়ায় অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ একটি দল।
এদিকে, প্রতিবাদের নামে ভাঙচুর ও অগ্নি সংযোগের বিরোধিতা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণমাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
অস্থিতিশীলতা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।