প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ২:০৯:০৯
অ্যাশেজে ওপেনিং ব্যাটার হিসেবে নেমে দারুণ ফর্মে থাকা ট্র্যাভিস হেড আবারও সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে এই ঝলমলে শতক হাঁকান অস্ট্রেলিয়ার এই ব্যাটিং তারকা। এটি চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি এবং টেস্ট ক্যারিয়ারের ১১তম।
এই ইনিংসের সঙ্গে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডে নাম লিখিয়েছেন। মাত্র ৩১ বছর বয়সে তিনি একই ভেন্যুতে চারটি টেস্টে ধারাবাহিক সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার পঞ্চম খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে এই কীর্তি করেন ডন ব্র্যাডম্যান, স্যার ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথ। হ্যামন্ড ছাড়া বাকি সবাই অস্ট্রেলিয়ান।
তৃতীয় দিনে হেড অপরাজিত আছেন ১৪২ রানে। তার সঙ্গে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি, যার সংগ্রহ ৫২ রান। এই দুই ইনিংসে অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। চার উইকেটে ২৭১ রান শেষে দিনের খেলা শেষ হয়েছে, ফলে অজিদের লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে।
চলতি সিরিজের প্রথম টেস্টে পার্থে ওপেন করতে নেমে হেড ৮৩ বলে ১২৩ রান করেন। ইনিংসে ছিল ১৬টি চার ও চারটি ছক্কা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া আট উইকেটে জিতেছিল। তবে এরপর কিছুটা খুঁজতে হয়েছিল নিজেকে। অ্যাডিলেডে আবারও দারুণ ফর্মে ফিরেছেন তিনি।
অস্ট্রেলিয়া এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। দুই ম্যাচেই তারা আট উইকেটে জয় পেয়েছে। এই টেস্ট ড্র হলেও অ্যাশেজ অজিদের হাতে থাকবে।
এই ম্যাচে খেলছেন না স্টিভ স্মিথ। মাথা ঘোরার সমস্যার কারণে তিনি দলের বাইরে। আগের দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ, তবে এবার দলের নিয়মিত প্যাট কামিন্সের চোট কাটার পর তার জন্য জায়গা হয়নি।