শ্বাস আটকে আসার মতো পরিস্থিতি। কী হবে, কোথায় হবে, আদৌ হবে কি না—কিছুই পরিষ্কার নয়। বিশ্বকাপ যত কাছে আসে, বাংলাদেশ ক্রিকেটে দেখা মেলে রহস্যের জাল। শুরু হয় নাটক আর অস্থিরতার ঘূর্ণিপাক। ২২ গজ শুধু ব্যাট-বলের লড়াই নয়, এখানে উত্তেজনা ছড়ায় বোর্ডরুম, সংবাদ সম্মেলন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ যেন অলিখিত নিয়ম—বিশ্বকাপ মানেই বাংলাদেশ ক্রিকেটে অশান্তির মৌসুম। প্রস্তুতির আগেই শুরু হয় গল্প, গুঞ্জন আর দ্বন্দ্বের অনুশীলন।
ফ্ল্যাশব্যাকে গেলে দৃশ্যটা আরও পরিচিত লাগে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ—স্বপ্ন ছিল বড়, প্রত্যাশা ছিল পাহাড়সম। কিন্তু মাঠে নামার আগেই শুরু হয়ে যায় বিতর্কের ওয়ার্মআপ। অধিনায়ক মাশরাফির পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ, নেতৃত্ব নিয়ে আলোচনা তুঙ্গে। ঠিক তখনই সাকিবের অনুপস্থিত ফটোসেশন আগুনে ঢালে বাড়তি তেল। দলীয় ঐক্যের জায়গায় জন্ম নেয় ফাটল। ফলাফল? বিশ্বকাপ শেষে হতাশার ভার।
চার বছর পর, ২০২৩। নতুন বিশ্বকাপ, নতুন আশা—কিন্তু নাটক পুরোনো। তামিমের অবসর, নেতৃত্ব ছাড়ার ঘোষণা, আবার প্রত্যাবর্তন—সব মিলিয়ে যেন এক ধারাবাহিক তামাশা। তার ওপর যোগ হয় তামিম-সাকিব দ্বন্দ্ব। মাঠে নামার আগেই দল মানসিকভাবে ক্লান্ত। শেষমেশ আরেকটি বিশ্বকাপ যায় প্রত্যাশার কবর দিয়ে।
আর এবার? টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন চলছে। হাতে সময় তিন সপ্তাহও নেই। অথচ এখনও নিশ্চিত নয়—বাংলাদেশ খেলবে কোথায় কিংবা খেলবেই কি না! নিরাপত্তার অজুহাতে ভারতে না যাওয়ার অনিশ্চয়তা। যে কারণে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে। ক্রিকেটাররা তাই প্রস্তুতি নিচ্ছে অনিশ্চয়তার মধ্যে, যেখানে সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রতিপক্ষ দল নয়, বরং নিজেদের মানসিক চাপ।
এখানেই যদি গল্প থামত, তবু মানা যেত। কিন্তু বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতির মঞ্চ বিপিএল, সেটাও থমকে গেল। পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বয়কট, পরে দাবি আংশিক মানা হলেও মাঠে ফেরা হলো না। পাল্টা জবাবে বিসিবির কঠোর সিদ্ধান্ত—বিপিএল স্থগিত। প্রস্তুতির শেষ আশ্রয়ও বন্ধ। অবশ্য আজ শুক্রবার থেকে মাঠে গড়িয়েছে ভাঙ্গা-চোড়া এক আসর বিপিএল।
এ ছাড়াও প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার কিংবা তাদের অর্ধাঙ্গিনীদের কিছু অহেতুক মন্তব্যও বেশ প্রশ্নবিদ্ধ।
বিশ্বকাপের আগে অন্য দলগুলো যখন শেষ মুহূর্তের ছন্দ খুঁজছে, বাংলাদেশ তখন ব্যস্ত বিতর্ক সামলাতে। বোর্ড বনাম ক্রিকেটার, সিদ্ধান্ত বনাম আবেগ—সব মিলিয়ে প্রস্তুতির সময় গলে যাচ্ছে হাতের মুঠো দিয়ে।
হয়তো এসব ঝামেলা কেটে যাবে। হয়তো বাংলাদেশ দল আবার মাঠে নামবে। কিন্তু যে সময়টা হারিয়ে যাচ্ছে—সে কি আর ফিরবে?
বিশ্বকাপ মঞ্চে নেমেই জয় তুলে নেওয়া যায় না। ক্রিকেটের বিষয়টা তো এত সহজ নয়। সেই কঠিন মঞ্চে আদৌও কি প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল? নাকি বড় মঞ্চে গিয়ে বারবারের মত আবার ভরাডুবি!
(নবী নেওয়াজ)