পুমাসকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে হাভিয়ের মাশ্চেরানোর দল
প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ৪:২৩:২৭
মাঠে ছিলেন না লিওনেল মেসি। চোটের কারণে দলের সেরা তারকাকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে গোল করে এবং করিয়ে মূল ভূমিকায় ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তৃতীয় গোলটি করেন তাদেও আলেন্দে।
পুমাস শুরুতে এগিয়ে
ম্যাচের ৩৪ মিনিটে পুমাসকে এগিয়ে দেন জর্জ রুভালকাবা। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে লিড এনে দেন তিনি।
ম্যাচে ফেরেন ডি পল
বিরতির আগেই ইন্টার মায়ামিকে সমতায় ফেরান ডি পল। ইয়ানিক ব্রাইটের দুর্দান্ত পাস সুয়ারেজ হয়ে পৌঁছায় ডি পলের কাছে। ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে গোল করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
সুয়ারেজের দাপট
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। পুমাস ডিফেন্ডার সেগোভিয়াকে বক্সে ফেলে দেওয়া হলে রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন। গোলরক্ষককে ফাঁকি দিতে সুয়ারেজের শট ছিল পানেনকা ও চিপের মিশ্রণ।
৭০ মিনিটে আরও একবার দুর্দান্ত পাসে সুযোগ তৈরি করেন সুয়ারেজ, এবার সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তাদেও আলেন্দে।
শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। তবে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ব্যবধান আর বাড়েনি।
কোয়ার্টার ফাইনালের পথে
এই জয়ে ৩-১ ব্যবধানে পুমাসকে হারিয়ে লিগস কাপের শেষ আট নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মেসিহীন এই জয় মাশ্চেরানোর দলের জন্য আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিতভাবে।