ইনজুরি কাটিয়ে ফিরে আর্জেন্টাইন তারকার জোড়া গোল, শিরোপার স্বপ্নে আবারও মায়ামি
লিওনেল মেসির হাত ধরে আবারও শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
চেজ স্টেডিয়ামে বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতে এগিয়ে যায় অরল্যান্ডো। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১ মিনিটে) গোল করেন মার্কো পাসালিচ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান তিনি। এর আগে ৭৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো, ফলে দলটি দশ জনের হয়ে যায়।
শেষ মুহূর্তে নিজের জাদু দেখান মেসি। ৮৮ মিনিটে জর্ডি আলবার সঙ্গে দারুণ সমন্বয় করে গোল করেন আর্জেন্টাইন তারকা। অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) সেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় মায়ামি।
মেসি যোগ দেওয়ার মাত্র এক মাস পরই ২০২৩ সালের জুলাইয়ে প্রথম শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। এবারও তার হাত ধরে আরেকটি শিরোপার স্বপ্ন দেখছে দলটি।