প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩১:১৬
ঘাড়ের সমস্যা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল। তবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এখনই মাঠে ফিরতে প্রস্তুত নন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঘাড়ে অস্বস্তি বোধ করেন শুবমান। মাঠেই প্রাথমিক বিশ্রামের পর তাকে ভর্তি করা হয় কলকাতার এক হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালে কিছু সময়ের জন্য আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) ছিলেন গিল। তবে গুরুতর কিছুর শঙ্কা এড়িয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
কলকাতায় আসন্ন মঙ্গলবার অনুশীলন করবে ভারতীয় দল। সেখানে গিলের অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি বুধবার দলের সঙ্গে গুয়াহাটিতেও যেতে পারবেন না তিনি। ঘাড়ের সমস্যার কারণে বাণিজ্যিক বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয় ভারতীয় অধিনায়ককে।
কলকাতা টেস্টে হারের পর দ্বিতীয় ইনিংসে গিলের অভাব স্বীকার করেছেন ভারত দলের কোচ গৌতম গম্ভীর। গুয়াহাটিতে আগামী শনিবার শুরু হতে যাওয়া টেস্টে গিলকে পাওয়া যাবে কিনা, সেটিও নিশ্চিত করতে পারেননি তিনি।
দ্বিতীয় টেস্টে গিল যদি না থাকেন, বিকল্প আছেন দুই বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন ও দেবদূত পাডিক্কাল। তাদের কেউ সুযোগ পেলে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটার হয়ে যাবে মোট সাত জন। যা কিনা সাইমন হার্মার বা এইডেন মার্করামকে দিতে পারে বাড়তি সুবিধা।