প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ৫:১২:৪৪
ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় নাম থিয়াগো সিলভা স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বছরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করতেই ইউরোপের ক্লাব ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ সেন্টারব্যাক।
বুধবার (১৭ ডিসেম্বর) ফ্লুমিনেন্স আনুষ্ঠানিকভাবে জানায়, চুক্তির আরও ছয় মাস বাকি থাকলেও সিলভা নিজ উদ্যোগে ক্লাব ছাড়ছেন। গত বছরের মে মাসে রিও ডি জেনেইরোভিত্তিক এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এক বিবৃতিতে ফ্লুমিনেন্স জানায়, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই ও চেলসির সাবেক এই ডিফেন্ডার ক্লাবটির সঙ্গে রেখে যাচ্ছেন পেশাদারিত্ব, নিবেদন ও ভালোবাসার এক স্মরণীয় অধ্যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সেই খেলেই ইউরোপে পা রাখেন সিলভা।
এরই মধ্যে থিয়াগো সিলভার চেলসিতে ফেরার গুঞ্জন জোরালো হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ক্লাবটির কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে জানান, তিনি সিলভাকে আবার স্টামফোর্ড ব্রিজে দেখতে চান। ২০২১ সালে চেলসির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিলভার। টেরি আরও জানান, সিলভার দুই সন্তান চেলসির একাডেমিতে রয়েছে এবং বড়দিন উপলক্ষে তিনি পরিবারসহ লন্ডনে ফিরতে পারেন।
চলতি বছরের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলভা। মৌসুমজুড়েই তিনি দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন। ব্রাজিলের ঘরোয়া ক্লাব ফুটবলের মৌসুম সাধারণত ডিসেম্বরেই শেষ হয়।
আন্তর্জাতিক অঙ্গনে থিয়াগো সিলভা টানা চারটি বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের হয়ে তিনি ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত জাতীয় দলে ডাক পাননি এই অভিজ্ঞ ডিফেন্ডার।