আপডেট :
২০ ডিসেম্বর ২০২৫, ৯:৪৫:০৭
প্রকাশিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের অন্যতম শিরোপা–প্রত্যাশী ব্রাজিল কবে কার বিপক্ষে খেলবে, সেটাও এখন পরিষ্কার। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে সেলেসাওরা।
শুক্রবার এই দুই ম্যাচের সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ২০২৬ সালের ফিফা ক্যালেন্ডারের প্রথম আন্তর্জাতিক উইন্ডোও শুরু হবে ওই মাসেই। সূচি অনুযায়ী, কার্লো আনচেলত্তির শিষ্যরা ২৬ মার্চ বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্সের। এরপর পাঁচ দিন বিরতি দিয়ে ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা। এই সময়টায় ব্রাজিল দল অরল্যান্ডোতেই ক্যাম্প করবে।
ফ্রান্স ম্যাচটি ২৮ মার্চ আয়োজনের চিন্তা থাকলেও, দুই প্রীতি ম্যাচের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে তা এগিয়ে এনে ২৬ মার্চ নির্ধারণ করা হয়। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের যাচাই করার এটিই হবে কোচ কার্লো আনচেলত্তির শেষ বড় সুযোগ। মে মাসে বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন তিনি। এরপর জুনে টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে নির্বাচিত খেলোয়াড়রা একত্রিত হবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন। প্রথম ম্যাচে নিউজার্সি অথবা নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।