প্রকাশিত :
২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০:২৩
দল থেকে বাদ পড়ার পর বিতর্কিত মন্তব্য করেন লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বেঞ্চে বসে থাকা, তারপর কোচ স্লটের সঙ্গে দ্বন্দ, এরপর নাকি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ক্লাবের ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স জানিয়েছেন, ড্রেসিংরুমে কোনো ফাটল নেই।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোন্স বলেন, লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ড্রয়ের পর সালাহ পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, ‘আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি ক্ষমা চাই।’ জোন্স আরও যোগ করেন, ‘মো নিজের মতো একজন মানুষ, তবে ক্ষমা চাওয়াটা তার মানসিকতা বোঝায়।’
গত ৬ ডিসেম্বর লিডসের বিপক্ষে ম্যাচের পর ক্লাব ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সালাহ। তিনি অভিযোগ করেন, মৌসুমের দুর্বল শুরুর দায় তার ওপর চাপানো হচ্ছে। এমনকি তিনি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন।
তবে সেই বিতর্ক ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলেনি। কোচ আর্নে স্লটও শুক্রবার বলেন, সালাহকে ঘিরে কোনো অমীমাংসিত ইস্যু নেই। যদিও ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি।
এরপর ব্রাইটনের বিপক্ষে ২-০ জয়ে বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলে একটি অ্যাসিস্ট করেন সালাহ। ম্যাচ শেষে তিনি আফ্রিকা কাপ অব নেশনস খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড ছাড়েন। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে। ২৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে।