আপডেট :
২০ ডিসেম্বর ২০২৫, ১:০২:৪০
প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) রুশ ব্যাকআপ গোলরক্ষক মাতভেই সাফোনোভ যেন রূপকথার এক অধ্যায় লিখে দিলেন। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে টাইব্রেকারে ভাঙা হাত নিয়েও চারটি পেনাল্টি সেভ করে সাফোনোভ পিএসজিকে এনে দিয়েছেন তাদের ইতিহাসের প্রথম বিশ্ব পর্যায়ের প্রথম শিরোপা।
২৯ নভেম্বর লুকাস শেভালিয়ের চোটের আগ পর্যন্ত পিএসজির জার্সিতে এক মিনিটও খেলেননি ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। ক্যারিয়ারের মাত্র চতুর্থ ম্যাচে তিনি টাইব্রেকারে অবিশ্বাস্য দৃঢ়তা দেখান। ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করতে শেষ দুটি পেনাল্টি ভাঙা হাত নিয়েও সেভ করেন তিনি।
জয়ের পর সতীর্থরা তাকে বাতাসে ছুড়ে উদযাপন করলেও সাফোনোভ নিজের বাঁ হাতকে আকড়ে ধরে রেখেছিলেন। পিএসজি কোচ লুইস এনরিক বলেন, “অবিশ্বাস্য। তৃতীয় পেনাল্টির সময় চোট লেগেছে, তবু শেষ দুটি শট সেভ করেছে। অ্যাড্রেনালিনের কারণে ব্যথা অনুভব করতেও পারেননি। তার মানসিকতা অসাধারণ।”
ম্যাচের পর সাফোনোভ সামাজিক মাধ্যমে লিখেছেন, “আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।” পিএসজি জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর তার অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। তবে ফরাসি কাপে ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচে গোলকিপারের পজিশনে কিছুটা উদ্বেগ রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।