আপডেট :
২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪১:১০
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক রাফিনিয়ার ফিফা বর্ষসেরা একাদশে না থাকার বিষয়কে ‘হাস্যকর’ ও ‘অবিশ্বাস্য’ হিসেবে অভিহিত করেছেন।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। বার্সেলোনা থেকে লামিন ইয়ামাল ও পেদ্রি জায়গা পেলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার নাম নেই। যা নিয়ে ফুটবল বিশ্বে তীব্র সমালোচনা চলছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘রাফিনিয়ার ফিফা একাদশে না থাকা হাস্যকর। গত মৌসুমে তার প্রভাব ছিল অসাধারণ, অথচ তাকে ছাড়াই একাদশ গঠন করা হয়েছে—এটি আমার কাছে অবিশ্বাস্য।’ তিনি আরও বলেন, চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা এবং দলের জয়ে তার অবদান বিবেচনা করলে এই সম্মান তার প্রাপ্য ছিল।
গত মৌসুমে রাফিনিয়ার অবদান অসাধারণ—বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে তার ভূমিকা ছিল সবার চেয়ে ওপরে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৩৪ গোল এবং ২৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাছাড়া অবিশ্বাস্যভাবে ২০২৫ সালের ব্যালন ডি অর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন!