ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি। বাংলাদেশ অংশ নেবে কি না? এই প্রশ্নের সরাসরি উত্তর না মিললেও এর মধ্যেই বিকল্প পরিকল্পনার গুঞ্জন শুরু হয়েছে। আলোচনায় উঠে এসেছে স্কটল্যান্ডের নাম। তবে বিষয়টি যতটা সরল বলে মনে হচ্ছে, বাস্তবে তা ততটাই জটিল।
এর আগে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছিল, র্যাঙ্কিংয়ের বিবেচনায় বাংলাদেশ না খেললে আইসিসির প্রথম পছন্দ হতে পারে স্কটল্যান্ড। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্ট সেই ধারণায় কিছুটা ভিন্ন সুর যোগ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনাই করেনি। এসব কেবলই গুঞ্জন।
বিবিসি স্পোর্ট স্কটিশ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা বাংলাদেশকে সম্মান জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু এটুকু ইঙ্গিত মিলেছে, আইসিসি থেকে ডাক এলে স্কটল্যান্ড খেলতে প্রস্তুত। আপাতত তারা মনোযোগ দিচ্ছে মার্চে ওমান ও নামিবিয়ার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে।
ইতিহাস বলছে, এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের সুযোগ পাওয়ার সুযোগ আছে। ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইংল্যান্ড সফরে না যাওয়ায় জিম্বাবুয়ের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল স্কটিশরা। এবারও যদি বাংলাদেশ সরে দাঁড়ায়, তবে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডই এগিয়ে থাকবে সবার চেয়ে। তবে বর্তমান কাঠামো আগের মতো সহজ নয়। ২০২৪ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে ২০ হওয়ায় এবং আঞ্চলিক বাছাইপর্ব চালু থাকায় বিকল্প দল নির্বাচন পুরোপুরি আইসিসির নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।