প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১:১১:২৯
সৌদি আরবে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে বসবাস, অনুপ্রবেশ ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহব্যাপী এই যৌথ অভিযানটি বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়। এতে মোট ২১ হাজার ৪০৩ জনকে আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১২ হাজার ৪৩৯ জন বসবাসের নিয়ম ভঙ্গের দায়ে, ৪ হাজার ৬৫০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের কারণে এবং ৪ হাজার ৩১৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
এদিকে, ২৩ হাজার ৮২৪ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ২ হাজার ৭৬৪ জনের ফেরার প্রস্তুতির কাজ চলছে, আর ১১ হাজার ৮৪৯ জনকে ইতোমধ্যে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানায়, অনুপ্রবেশের চেষ্টার দায়ে ১ হাজার ৮৭৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপীয়, আর বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, অবৈধ কর্মকাণ্ডে সহায়তা, অর্থাৎ পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট ৩১ হাজার ৩৪৪ জন বিদেশি অভিবাসন ও শ্রম আইনের আওতায় প্রক্রিয়াধীন রয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ এবং ১ হাজার ৫০৪ জন নারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ বাসিন্দাদের আশ্রয় বা সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, এক মিলিয়ন রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।