আপডেট :
০৩ ডিসেম্বর ২০২৫, ৭:০১:৫৯
ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।
চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর গিনেস জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না।
কিডনি দানকে উৎসাহদানকারী এক ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা আবেদনটি পর্যালোচনা না করার কথা জানায়।
সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠিতে এসব জানায়।
ফিলিস্তিনি অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা ‘মাতনাত চাইম’ নামের একটি সংস্থা দাবি করেছে, তারা মোট ২০০০ জন দাতাকে একত্র করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন।
এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেন তারা।
বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
উল্লেখ্য, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজাসহ ওই অঞ্চলের কোনও আবেদনই তারা গ্রহণ করবে না বলে জানান।