আপডেট :
২১ ডিসেম্বর ২০২৫, ১:২১:০২
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আবারও হামলা চালানোর পরিকল্পনা করছেন দখলদার ইসরায়েল। সম্ভাব্য এই হামলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শনিবার (২০ ডিসেম্বর) এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলায়েলি কর্মকর্তাদের শঙ্কা জুনে ১২ দিনের যুদ্ধের পর ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। পাশাপাশি পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিও পুনর্গঠন করছে তেহরান। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও হামলা করতে ট্রাম্পকে জানানোর চিন্তা করছেন নেতানিয়াহু।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে বৈঠক করবেন তারা। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২৯ ডিসেম্বর হতে পারে এ বৈঠক।
এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সরকার। জাতিসংঘে ইরানি মিশন মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি।
ইরানকে ঘিরে ইসরায়েলের উদ্বেগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ইরানের ওপর নতুন হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের যোগাযোগ আরও জটিল হয়ে উঠতে পারে।
ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত এক ব্যক্তি জানান, এই অঞ্চলে ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়ন ইসরায়েলের জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি অবশ্যই উদ্বেগজনক। তবে এটি এখনো তাৎক্ষণিক পর্যায়ে নেই। তারা পুনর্গঠনের চেষ্টা করছে—কিন্তু আমাদের কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো এই অঞ্চলে তাদের প্রক্সি নেটওয়ার্কে অর্থায়ন।’