প্রকাশিত :
২২ ডিসেম্বর ২০২৫, ১০:০২:১০
পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক ক্রমেই আরও ঘনিষ্ঠ করে তুলছে সৌদি আরব। সম্প্রতি দেশটির সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির পর এবার এই সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিতে চাইছে রিয়াদ। সেই লক্ষ্যে পাক প্রতিরক্ষা বাহিনীপ্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সৌদি আরবের পক্ষ থেকে দেয়া হল বিশাল পুরস্কার।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধানকে দেশটির সর্বোচ্চ পদক কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস প্রদান করা হয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী রাজপুত্র খালিদ বিন সালমান রোববার এই পদক প্রদান করেন।
রিয়াদের পক্ষ থেকে বলা হয়, পাক সেনাপ্রধানকে সৌদি বাদশাহ সালমানের নির্দেশে এই পদক প্রদান করা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষীক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার বিশেষ প্রচেষ্টা জারি রাখার জন্য আসিম মুনিরকে এই পদক দেয় সৌদি আরব। পদক নেয়ার সময় রাজপুত্র খালিদের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘ যৌথ পথচলা নিয়ে আলোচনা করা হয়।
তবে এবারই প্রথম এই পদক কোনো পাকিস্তানি সামরিক কর্মকর্তাকে দেয়া হল, এমনটা নয়। এর আগে ২০২২ সালে তৎকালীন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস দেয়া হয়েছে। এছাড়াও ২০২৫ সালে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জাকেও এই পদক প্রদান করা হয়। ২০১৮ সালে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীপ্রধান এডমিরাল জাফর মাহমুদ আব্বাসিকেও কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস দেয়া হয়।