প্রকাশিত :
০৬ ডিসেম্বর ২০২৫, ৭:৪৫:০৬
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘রোকেয়া রান’। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত দৌড়টি আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও বিডি রানার্স।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া দৌড়ে নেতৃত্ব দেন সংগঠনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মীরা।
দৌড়ের আগে নিয়ম-কানুন ও রুট পরিচিতি তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সদস্য সিউতি সবুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানার্স কমিউনিটির মিঠুন ও পাপ্পু।
দৌড় শেষে বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশের প্রথম আয়রনম্যান ও বিডি রানার্সের অ্যাকটিভিস্ট মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত এবং আয়রনম্যান, পর্বতারোহী ইমতিয়াজ এলাহী।
উদ্বোধনী বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, রোকেয়া রান আমাদের সকল জড়তা ভেঙে এগিয়ে যেতে উৎসাহিত করবে। তিনি বলেন, “রোকেয়ার আহ্বান ছিল ‘জাগো ভগিনীরা জাগো’। আজ নারীদের ঘিরে নানা প্রতিবন্ধকতা তৈরি হলেও প্রথা ভাঙার এই লড়াই থেমে থাকবে না।”
সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, রোকেয়া সাখাওয়াত হোসেন নারীর মুক্তির যে মন্ত্র উচ্চারণ করেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা সমান মর্যাদায় প্রতিষ্ঠিত হবে—এই লক্ষ্যে আমরা ছুটে চলছি।’
আয়রনম্যান সামছুজ্জামান আরাফাত বলেন, সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে রোকেয়ার চিন্তাধারা এখনো পথনির্দেশক। ইমতিয়াজ এলাহী বলেন, এটি শুধু দৌড় নয়—নারীর এগিয়ে যাওয়ার শক্তিকে আহ্বান জানানো এক প্রতীকী আয়োজন।
অনুষ্ঠান শেষে আরাফাত ও ইমতিয়াজ এলাহীকে ফুল ও প্রকাশনা দিয়ে অভিনন্দন জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। রোকেয়া রান–এ বাংলাদেশ মহিলা পরিষদ, বিডি রানার্সের সদস্য, কর্মী এবং সাংবাদিকসহ প্রায় ২০০ জন অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট দীপ্তি শিকদার।