প্রকাশিত :
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৫:৩২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের পকেট গেটে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার পকেট গেটেই মিছিলের সমাপ্তি ঘটে।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন,
গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হবো
এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে
বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর
জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার
ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
মিছিল শেষে ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রেদোয়ানুল হক আসিফ বলেন, ওসমান হাদি তরুণদের কাছে রাজনীতির নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি প্রমাণ করেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে মতামত দেওয়ার অধিকার সবার রয়েছে। তার ওপর হামলা মানে স্বাধীন মতপ্রকাশের ওপর হামলা।
৪৮তম ব্যাচের শিক্ষার্থী হামিদ আযাদ বলেন, হাদি ভাই বাংলাদেশপন্থী রাজনীতির ধারণা সামনে এনেছিলেন। আধিপত্যবাদবিরোধী, স্বদেশকেন্দ্রিক রাজনৈতিক ভাবনার কথা তিনি আমাদের শোনাতেন। তিনি আমাদের কাছে জুলাই আন্দোলনের এক প্রতীক।
৪৯তম ব্যাচের দাহির মাহমুদ বলেন, আজ শুধু হাদি ভাই আহত নন, আহত আমরা সবাই। যারা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন, তারা কোনোভাবেই সন্ত্রাসী হামলা মেনে নেব না। বরং এই ঘটনা আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে এগিয়ে যাব।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।