রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং মাত্র ৪ মিনিটের মধ্যে (৭টা ৫৮ মিনিটে) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ৬ কিলোমিটার।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। তবে আগুনের তীব্রতায় ভবনের ভেতরে থাকা ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।