আপডেট :
১৯ ডিসেম্বর ২০২৫, ১:২৪:১৬
আধিপত্যবিরোধী এক সাহসী তরুণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সঙ্গে নগরের রাজপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও দেখা গেছে শোক ও প্রতিবাদের আবহ। এই তরুণের নাম ওসমান হাদি। জীবনের নানা সময়ে মৃত্যুকে কাছে টানার কথা বললেও, তার ইচ্ছা ছিল মৃত্যু আসবে বীরের মতো করেই। শেষ পর্যন্ত তার সেই ইচ্ছাই বাস্তবে রূপ নিয়েছে।
অনেকের কাছে তিনি পরিচিত ছিলেন একজন তরুণ কণ্ঠ হিসেবে, কিন্তু তার শিক্ষক পরিচয় অনেকেরই অজানা। ওসমান হাদি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে তার ছিল গভীর ও আন্তরিক সম্পর্ক। হাদির প্রয়াণে শোকাহত এক শিক্ষার্থী স্মরণ করেছেন অকালে হারিয়ে যাওয়া প্রিয় এই শিক্ষককে।
হাদির ছাত্রী আফসারা তাসনিম প্রমা নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদির পেজ থেকে করা একটি পোস্ট শেয়ার করে লেখেন, হাদি স্যার প্রথম ক্লাসে এসে বলেছিলেন, 'তোমরা গ্র্যাজুয়েশন শেষ করতে করতে অনেক কোর্সের নামই ভুলে যাবে, ফ্যাকাল্টিদের নাম মনে রাখা তো পরের কথা। আমি চাই, গ্র্যাজুয়েশন শেষে যে ৫/৬টা কোর্স আর ফ্যাকাল্টির নাম তোমাদের মনে থাকবে, তার মধ্যে যেন আমি থাকি।' স্যারের সেই চাওয়া পূরণ হয়েছে। স্যার শুধু আমাদের নয়, পুরো দেশবাসীর কাছেই চিরকাল অমর হয়ে থাকবেন।
ঝালকাঠি জেলার নলছিটিতে জন্ম নেওয়া ওসমান হাদির বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। পরে তিনি আলিম সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তী সময়ে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের লেকচারার হিসেবে কর্মজীবন চালানোর পাশাপাশি নিজের সংগ্রাম নিয়েই জীবন এগিয়ে নিচ্ছিলেন তিনি।