প্রকাশিত :
২২ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:২৩
দেশীয় টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবার আসছে টিভি পর্দায়। আগামী ২৬ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর এটি বিটিভিতে প্রচার হবে।
ধারাবাহিকভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ধারণ করা হচ্ছে ইত্যাদি। সে হিসেবে এবারের ইত্যাদি ধারণের স্থান ছিল চুয়াডাঙ্গায়। সেখানে শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত ঐতিহ্যবাহী স্কুল নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইত্যাদির সেট নির্মাণ করা হয়।
প্রতিবারের মতো এবারও ছিল বিভিন্ন ব্যতিক্রমী আয়োজন। এর মধ্যে গান রয়েছে দুটি। একটি গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীত শিল্পী বিউটি এবং ইত্যাদির আবিষ্কার জনপ্রিয় সংগীত শিল্পী পান্থ কানাই। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান আর সংগৃহীত সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ছিল নিয়মিত দর্শক পর্ব।
চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের পাখি প্রেমিক তরুণ বখতিয়ার হামিদ ও তার কাজ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতিতে এক নীরব বিপ্লব ঘটিয়েছে ছাগল। এর ওপরেও রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এখানকার ফল-ফসলের আদ্যোপান্ত নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।
রয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কাশিপুর জমিদার বাড়ি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ঘেরা আটচালা ঘরের ওপর একটি প্রতিবেদন। এছাড়া চুয়াডাঙ্গার খেজুর গাছের গাছিদের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন।
এবার বিদেশি প্রতিবেদনে দেখানো হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড সড়কে অবস্থিত ডলবি থিয়েটারের সামনের ওয়াক অব ফেইম। চিঠিপত্র বিভাগের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নাট্যাংশও থাকছে।
প্রতিবারের মতো ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত।