প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৫, ৫:২৮:৪৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বাংলা আউটলুক এক প্রতিবেদনে বলেছে, ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা–১-এর যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি নাসিক প্রশাসকের দায়িত্বও অতিরিক্তভাবে পালন করবেন বলে জানা গেছে।
গত ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে জারি করা এক অফিস আদেশে ড. আব্দুল্লাহকে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি গত সেপ্টেম্বরের শুরুতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, প্রেস সচিবের ছোটভাই হওয়ায় এই নিয়োগকে ঘিরে তৈরি হয়েছে নানান আলোচনা-সমালোচনা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বাংলা আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠজন। তারা দুজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা। নিয়োগের আগে মাগুরা সমিতির বিভিন্ন অনুষ্ঠানে ড. আব্দুল্লাহ ও লিয়াকত আলীকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে।
এ নিয়োগের ব্যাপারে সরকারের কাছে কোনো লবিং করেননি দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি। এই পদে তার নিয়োগ নিয়ে আমি এলজিআরডি উপদেষ্টা (যিনি নিয়োগ কর্তৃপক্ষ), এলজিআরডি সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি।’
প্রেস সচিব আরও বলেন, ‘আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি সরকারের ওপর কোনো প্রভাব খাটিয়েছি—এমন প্রশ্নই আসে না।’
শফিকুল আলম বলেন, ‘আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা, তার জন্য আমাকে কোনো ধরনের তদবির করতে হয় না। আমি স্বজনপ্রীতিতে বিশ্বাস করি না। গত ১৫ মাসে আমি সরকারি চাকরিতে কারও নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা করিনি।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রেস সচিবের ভাই হিসেবে নয়, বরং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত কর্মকর্তা না পাওয়া এবং নিরাপত্তা ছাড় পেতে দেরি হওয়ার কারণে আমাদের মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকেই অতিরিক্ত দায়িত্ব দিতে হচ্ছে। নছর সাহেবকে তেমনি দেওয়া হয়েছে।’