ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুত সন্তোষজনক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।
মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।
তিনি মন্তব্য করে বলেন, তবে লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।
এ সময় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।