প্রকাশিত :
৩১ আগস্ট ২০২৫, ৯:০৩:২০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে দলের সংশয় রয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে আমরা প্রশ্ন করেছি। যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও প্রশাসনের বিভিন্ন স্তরে কিছু পক্ষ নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে নানা কলাকৌশল ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে।’ রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
রিজভী জানান, কমিশন স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, ‘আমরা মনে করি এই মুহূর্তে পিআর পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। নেতারা বিস্তারিতভাবে কমিশনকে জানিয়েছেন। এছাড়াও প্রবাসীদের ভোটাধিকার, সীমানা পুনর্নির্ধারণ এবং নির্বাচন সংক্রান্ত সামগ্রিক প্রস্তুতি বিষয়ে কমিশনের বক্তব্য শোনা হয়েছে। জাতীয় পার্টির নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হয়নি।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ওপর হামলা নিন্দনীয়। এর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাই।’ বিএনপি বিশ্বাস করে, এই কমিশনের অধীনে আসন্ন নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে। রিজভী বলেন, ‘এখন পর্যন্ত কমিশনের আন্তরিকতার কোনো অভাব দেখা যায়নি। তাই আমরা আশা করি তারা নির্বাচন পরিচালনায় সঠিক ও নিরপেক্ষ পদক্ষেপ নেবে।’