আপডেট :
১৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৭:৪৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে প্রথম দিনেই সেঞ্চুরি করেন। প্রথম দিনে ল্যাথাম আউট হলেও কনওয়ে ছিলেন অবিচল। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দ্বিতীয় দিনেই তিনি ডাবল সেঞ্চুরি তুলে ৫৭৫ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে।
জবাবে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজও দারুণ শুরু করে। দিনশেষে কোনো উইকেট হারানো ছাড়া ১১০ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং ক্রিজে আছেন। কিং ৭৮ বলে ৫৫ রান করে ৯টি চার হাঁকিয়েছেন, আর ক্যাম্পবেল ৬০ বলে ৪৫ রান করে ৭টি চার মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ এখনও ৪৬৫ রানে পিছিয়ে আছে।
মাউন্ট মঙ্গানুইয়ের সবুজ ঘাসের উইকেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১ উইকেটে ৩৩৭ রান থেকে খেলা শুরু করে। প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে থেকে ৩৬৭ বলে ২২৭ রান করে ফেরেন কনওয়ে। ২০২১ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০০ রানের ইনিংস খেলার পর এটি তার আরেকটি বড় ইনিংস।
এই দিনে রাচিন রবীন্দ্র ৬টি চার ও ২টি ছক্কায় ৭২ রান করেন। দশ নম্বরে নেমে এজাজ প্যাটেল ২ ছক্কা ও ৩টি চারে ৩০ বলে ৩০ রান যোগ করেন। শেষে ৮ উইকেটে ৫৭৫ রান করে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে।
পরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্রুত রান তুলতে থাকে। ক্যাম্পবেল ও কিং প্রথম ১০ ওভারে ৫৩ রান তুলে দিনশেষে ১১০ রান সংগ্রহ করে।