প্রকাশিত :
২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩:২৮
যে গতিতে তিনি ছুটছিলেন, সেখানে রেকর্ড ভাঙা যেন কেবলই সময়ের অপেক্ষা। প্রতিপক্ষ কে, মাঠ কোথায়—এসবের তোয়াক্কা না করেই গোল করে যাচ্ছিলেন আর্লিং হলান্ড। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো গতকাল শনিবার রাতে ওয়েস্ট হামের বিপক্ষে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল প্রায় সিনেমার মতো। ম্যাচের পঞ্চম মিনিটে জাল কাঁপান হলান্ড। সেই গোলেই তিনি ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর প্রিমিয়ার লিগ গোলসংখ্যা। গ্যালারিতে তখন উচ্ছ্বাস, কিন্তু মনে হচ্ছিল—এটা তো কেবল শুরু। আর ঠিক সেটাই হলো।
ম্যাচের ৬৯ মিনিটে আবারও সামনে এসে পড়লেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল, আর সঙ্গে সঙ্গেই ইতিহাস বদলে গেল। প্রিমিয়ার লিগে রোনালদোর ১০৩ গোল পেছনে ফেলে হলান্ড পৌঁছে গেলেন ১০৪-এ। যেটা আরও অবাক করার, ‘সিআর সেভেন’ যেখানে এই গোল করতে খেলেছিলেন ২৩৬ ম্যাচ, সেখানে হলান্ড সেই কাজটি করলেন ১২২ ম্যাচ কম খেলেই। অবশ্য রোনালদোর ক্যারিয়ার শুরু হয় মিডফিল্ডার পজিশন থেকে। এরপর তিনি উইঙ্গারে খেলেছেন। শেষমেষ ধারাবাহিকতায় সাবেক রিয়াল কোচ মরিনহো তাকে স্ট্রাইকার বানিয়েছেন।
২৫ বছর বয়সেই এমন কীর্তি—ভাবতেই অবাক লাগে। চলতি ২০২৫-২৬ মৌসুমে ১৭ ম্যাচে তার গোল এখন ১৯টি। এই মৌসুমেই তিনি প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন। আর ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ছুঁয়েছেন আরও একটি মাইলফলক।
রেইন্ডার্সের গোলে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২০০ গোলে অবদান রাখলেন হলান্ড। মাত্র ১৬৫ ম্যাচে তার নামের পাশে লেখা—১৬৬ গোল এবং ৩৫টি অ্যাসিস্ট। সংখ্যাগুলো এমন যে, চোখ আটকে যায় পর্দায়।
এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, সময়ের সঙ্গে দৌড়ে চলা এক ‘গোলমেশিন’-এর গল্প। আর্লিং হলান্ড যেন প্রমাণ করেই চলেছেন—এই গতিতে ছুটতে থাকলে, সামনে পড়ে থাকা রেকর্ডগুলোও বেশিদিন নিরাপদ নয়।
ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়ে ১৭ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ম্যানচেস্টার সিটির অবস্থান দুইয়ে। অন্যদিকে মধ্যরাতে এভারটনকে হারিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে এক নম্বর অবস্থানে।